হরেকৃষ্ণ দে

হরেকৃষ্ণ দে
১) হাইট এণ্ড ডিসটেন্স
       
জাহজের মাস্তল আজ হিসেবের ডিগ্রি ভরা
ছাপা কাগজের অঙ্কে জীবন খেলে
ইন্টেলিজেন্টের ভেলায়
ছাদের আলনা তারে ভিজে জামার ঝুলন্ত বুক পকেটে কিভাবে রোদ ঢুকল
কেবল সূর্যের মত উচ্চতায় যারা দূরত্বে থাকে শুধু তারা জানে আলোর প্রধান ধর্ম কি!


২) নীট অ্যামাউন্ট জিরো

আফশোষের লাঙলের ফলায় শান দিও না;
বরং একটা পাখির খাঁচার দরজা খুলে দাও,
মুক্ত আকাশে নীল মেখে ফিরে আসুক কিছু বিফল দিনের বিষাদ পাখি..
মনের ডিজিট্যাল লাল সংখ্যার হিসেব ভুলে
ভারতবাসীর রক্তের রঙের ঠিকানায়
দাঁড়াওঃ পতনশীল সূত্রের মত আমাদের নীট অ্যামাউন্ট জিরো হোক বাধাহীন মানবিক চেতনার আয়নায়৷


৩) আণ্ডার অ্যারেস্ট

স্বাধীনতার ব্লাড প্রিন্টেড পাতার ইতিহাস
পাঁপড় ভাঁজার মত শেষ হওয়ার নয়
স্টেনলেস এক মূর্ত অক্ষরের পৃষ্ঠা
বার বার পৃষ্ঠা ওল্টাও
নিজেকে বিপ্লবীদের কাছে আণ্ডার অ্যারেস্ট হয়ে থাকতেই হবে
যদি তুমি দেশদ্রোহী না হও৷

৪) নেক্সট জেনারেশন

শূন্য দশক পেরিয়ে একটা সুপার দশকের রোদ পড়েছে
ভালোবাসার প্রেমিকেরা জঙ্গলে নখ খুঁটে দাঁতে
কুর্ত্তি ওড়ানো বিবাহিতা বাতাস
কীপ্যাড আঙুল তুলে শেয়ার করে সুখের সেল্ফি
পৃথিবীর আদিম বাকলের অজস্র ফুটোয়
হৃদয় অণু থেকে অণু হয়ে গলে পড়ছে নীল মনের খামার
পোয়াল ছাতুর বর্ষা মেঘ ফিরে গ্যাছে ব্যাঙের স্বরথলিতে
আজ ঝমঝম বৃষ্টির নেক্সট জেনারেশন ইউটিউবে সার্চ করতে
ব্যস্ত পুরুষ ব্যাঙের প্রজনন ঋতু....

Previous Post Next Post