ভাঙ্গন
শহরে এখন দাউ দাউ আগুন
জ্বলছে!
এখন একটা প্রেমের কবিতা
লেখার প্রয়োজন,
কেউ ডুকরে কাঁদলে মানচিত্রের ক্ষয় হয়!
সন্ন্যাসী
বহুবার নিজেকে ফেলে এসেছি
তাদের ভিড়ে,
নদী যে কথা জানে, নগ্ন চাঁদের গায়ে
যে গন্ধ লেগে থাকে,
তার ব্যাপ্তি আমাকে সন্ন্যাসী করেছে বহুবার।
সুচিন্তিত মতামত দিন