তাপসকিরণ রায়

জীবন

জীবনকে ছড়িয়ে দিতে কে না চায় !
সমাজ বদ্ধতায় তুমি স্তব্ধ হয়ে আছো
অভ্যন্তর থেকে কোথাও তো তুমি বারবার ভেঙে যাচ্ছ--
গড়িয়ে যাচ্ছে বিছানার স্বপ্ন।
অনুবাদ করতে গিয়েও দেহতত্ত্ব উঠে আসে,
যেখানে ভাষার বাঁধন নেই।
আমি হেরে যেতেই পারি--
নতুবা তোমার ঠোঁট আমার অবৈধতার সাক্ষী হয়ে থাক,
কিছু গন্ধ জানি তা আদরের, তবু আমি আতুর হই তোমাতে…
ভালবাসার ফুল ছিঁড়ে দিচ্ছি।
অথবা বুঝি সেখানেই ভালবাসা, যেখানে নারী ও পুরুষের সংস্পর্শ --
আগুন জ্বলে উঠছে যেখানে ঘৃত ও অরণীর সান্নিধ্য,
জঙ্গল পুড়ে খাক তো হতেই পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.