! বীজ !
অপরূপ ভঙ্গিমায় একুশ বাজায় বাঁশী দ্যুতিময় সুরে
বিভাময় করে দেয় নেশাখোর রাত,
ভালবাসা রেখে যায় কবিতায়,
চেতনার খিল আটা দরজায় রাখে বটের ছাযার মতো হাত
নেপথ্যে সঙ্গীত বাজে উচ্চ সরগমে।
সূর্য কি বিশাল তাপ ধরে রাখে বুকে
দূর্বা ঘাসের নির্মল ডগা ধরে রাখে মুক্তা শিশির কণা,
স্ফটিকের মতো ভেতরটা কতো স্বচ্ছ!
যেন শিলার স্তরে জমা হয়ে থাকা
অনেক বছর ধরে মূল্যবান খনিজ।
লেলিহান আগুনের তাপে খাঁক হয়,
সাপের মতন জমা করে রাখে ঘৃণার বিষ,
তার পিঠ দেয়ালে এসে ঠেকে,
কোন পথ যেন নেই!
বুকের গভীরে বপন করা এক সোনালী বীজ কণা,
তুমুল শক্তির আধান,
জেগে ওঠে, মাটি ফুড়ে দেখে দিনের আলো,
সমু্দ্র ঝড়ের মতো ফুসে ওঠে পড়ন্ত বিকেলে,
অন্ধ বন্ধ ঘরের দরজা ভেঙে
রাজপথে হাটে শক্তিমন্ত শেকল ছেড়া মানুষ।
অপরূপ ভঙ্গিমায় একুশ বাজায় বাঁশী দ্যুতিময় সুরে
বিভাময় করে দেয় নেশাখোর রাত,
ভালবাসা রেখে যায় কবিতায়,
চেতনার খিল আটা দরজায় রাখে বটের ছাযার মতো হাত
নেপথ্যে সঙ্গীত বাজে উচ্চ সরগমে।
সূর্য কি বিশাল তাপ ধরে রাখে বুকে
দূর্বা ঘাসের নির্মল ডগা ধরে রাখে মুক্তা শিশির কণা,
স্ফটিকের মতো ভেতরটা কতো স্বচ্ছ!
যেন শিলার স্তরে জমা হয়ে থাকা
অনেক বছর ধরে মূল্যবান খনিজ।
লেলিহান আগুনের তাপে খাঁক হয়,
সাপের মতন জমা করে রাখে ঘৃণার বিষ,
তার পিঠ দেয়ালে এসে ঠেকে,
কোন পথ যেন নেই!
বুকের গভীরে বপন করা এক সোনালী বীজ কণা,
তুমুল শক্তির আধান,
জেগে ওঠে, মাটি ফুড়ে দেখে দিনের আলো,
সমু্দ্র ঝড়ের মতো ফুসে ওঠে পড়ন্ত বিকেলে,
অন্ধ বন্ধ ঘরের দরজা ভেঙে
রাজপথে হাটে শক্তিমন্ত শেকল ছেড়া মানুষ।
Tags:
কবিতা