জেগে থাকা
ইচ্ছায় বাঁচি
তোমাকে যত ভুলতে চেয়েছি ,
একটা একগুঁয়েমী ,ক্রমাগত
এগিয়ে নিয়ে গেছে ,আরও -আরও
উঁচুতে -পাহাড় ভেঙে সম্মুখে।
অবাক হই ,
হাজার -হাজার আলোকবর্ষ দূরে
আত্মাভিমানে -পিছিয়ে গেলে!
এখন তো ,
হাসতে -হাসতে ,মরি -বাঁচি ;
অশ্রুর জোয়ারে মাঝরাতে ভেসে ওঠো -
তোমার স্পর্ধায় তো ,তোমাকে ডোবায় !
পিছিয়ে গেলে ,এতটা দূরে -
যেখানে ,কল্পনার দূরবীন ,ঝাপসা দ্যাখে।
তোমার অনুশোচনা ,আমাকে তৃপ্তি দেয় -
কায়াহীন -ছায়ার মত হাসি-শুধু হাসি ;
ত্রি -লোকের শুভ হাত ,
জীবনের কালো দাগ এক ঝটকায় মুছে দেয় !
অমরত্বের -স্বাদ ,অনুভূত হয় -
মুক্তির চৌকাঠ ছুঁয়ে এখন ,
স্বাধীনতায় মিশে থাকি ,
বেশ লাগে ,অফুরন্ত -উড়ন্ত
জেগে থাকা ইচ্ছায় বাঁচি।
ইচ্ছায় বাঁচি
তোমাকে যত ভুলতে চেয়েছি ,
একটা একগুঁয়েমী ,ক্রমাগত
এগিয়ে নিয়ে গেছে ,আরও -আরও
উঁচুতে -পাহাড় ভেঙে সম্মুখে।
অবাক হই ,
হাজার -হাজার আলোকবর্ষ দূরে
আত্মাভিমানে -পিছিয়ে গেলে!
এখন তো ,
হাসতে -হাসতে ,মরি -বাঁচি ;
অশ্রুর জোয়ারে মাঝরাতে ভেসে ওঠো -
তোমার স্পর্ধায় তো ,তোমাকে ডোবায় !
পিছিয়ে গেলে ,এতটা দূরে -
যেখানে ,কল্পনার দূরবীন ,ঝাপসা দ্যাখে।
তোমার অনুশোচনা ,আমাকে তৃপ্তি দেয় -
কায়াহীন -ছায়ার মত হাসি-শুধু হাসি ;
ত্রি -লোকের শুভ হাত ,
জীবনের কালো দাগ এক ঝটকায় মুছে দেয় !
অমরত্বের -স্বাদ ,অনুভূত হয় -
মুক্তির চৌকাঠ ছুঁয়ে এখন ,
স্বাধীনতায় মিশে থাকি ,
বেশ লাগে ,অফুরন্ত -উড়ন্ত
জেগে থাকা ইচ্ছায় বাঁচি।
সুচিন্তিত মতামত দিন