পুরনো
পাঠক্রম
এক একটা শব্দ যখন নিজেকে ভেঙে ফেলে
নিজেকে গুছিয়ে নেই
এক একটা বছর যেভাবে গুটিয়ে নেয়
নিজেকে সেভাবে মিছিলের সাথে নিয়ে চলি
এই শব্দ আর বছর পাশাপাশি হেটে যায়
দীর্ঘ হয় একরতি জীবনের শকট
দীর্ঘ একটা নদীর কথা মনে আসে
বাঁকের পর বাঁক নিয়ে যে জন্ম দিত সম্পর্ক
হাতে করে শিখিয়ে দিত জ্বাল বোনা