এখন
জন্মান্তর লিখি
এখন জন্মান্তর লিখি শতাব্দী খাতায়
আমার জন্মকাল গুঁড়ো হয়ে মিশে আছে
ঝাপসা কাঁচের ভেতর।
সেইসব,
কোন এক অন্য জন্মের কাহিনী হয়ে
লেপ্টে থাকে আমার বিস্মৃতিকথার
ডাকবাক্সে। রেণু হয়ে মিশে থাকা
সেইসব বৈকালিক সুগন্ধ আস্তে আস্তে
গড়িয়ে যায় আমার এক জন্ম থেকে
আরেক জন্মের পাতায়।
আমি এক ঘোরের মধ্যে বসে থাকি
শামুক চোখে, অতলান্ত নীল পাহাড়ী
জ্যোৎস্নার দিকে তাকিয়ে
পায়ের তলায় চক্রাকারে ঘূর্ণ্যমান
পৃথিবীকে দেখি, মাথার উপরে
আচ্ছাদন হয়ে থাকো তুমি,ভালবাসা
আমার সারা জীবনের
এক ও অখন্ড মানচিত্র হয়ে।
জন্মান্তর লিখি
এখন জন্মান্তর লিখি শতাব্দী খাতায়
আমার জন্মকাল গুঁড়ো হয়ে মিশে আছে
ঝাপসা কাঁচের ভেতর।
সেইসব,
কোন এক অন্য জন্মের কাহিনী হয়ে
লেপ্টে থাকে আমার বিস্মৃতিকথার
ডাকবাক্সে। রেণু হয়ে মিশে থাকা
সেইসব বৈকালিক সুগন্ধ আস্তে আস্তে
গড়িয়ে যায় আমার এক জন্ম থেকে
আরেক জন্মের পাতায়।
আমি এক ঘোরের মধ্যে বসে থাকি
শামুক চোখে, অতলান্ত নীল পাহাড়ী
জ্যোৎস্নার দিকে তাকিয়ে
পায়ের তলায় চক্রাকারে ঘূর্ণ্যমান
পৃথিবীকে দেখি, মাথার উপরে
আচ্ছাদন হয়ে থাকো তুমি,ভালবাসা
আমার সারা জীবনের
এক ও অখন্ড মানচিত্র হয়ে।
সুচিন্তিত মতামত দিন