মুখোমুখি ওরা আসে,খুলে যায় স্বপ্নের আলপথ। শব পোড়া গন্ধেরা ঢাকা পরে রঙিন দেওয়ালে। দেওয়ালে হাসে রূপকথা।ফিরে যায় ওরা। সভ্যতার বোতাম আঁটে মোটা কাঁচ। তারপর.... স্বরচিত কবিতা পাঠের জন্য উঠে দাঁড়ালেন কবি। দৃঢ় নিভাঁজ মেরুদন্ডে।।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন