হোমকবিতা বন্যা ব্যানার্জী বন্যা ব্যানার্জী 0 sobdermichil ডিসেম্বর ৩১, ২০১৯ মুখোমুখি ওরা আসে,খুলে যায় স্বপ্নের আলপথ। শব পোড়া গন্ধেরা ঢাকা পরে রঙিন দেওয়ালে। দেওয়ালে হাসে রূপকথা।ফিরে যায় ওরা। সভ্যতার বোতাম আঁটে মোটা কাঁচ। তারপর.... স্বরচিত কবিতা পাঠের জন্য উঠে দাঁড়ালেন কবি। দৃঢ় নিভাঁজ মেরুদন্ডে।। Tags কবিতা নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন