অমরেশ বিশ্বাস

অমরেশ বিশ্বাস
ধ্বংস নয় সৃষ্টি

কি জবাব দেব আজ বিবেকের কাছে
দেখছি অন্যায়ের বংশ হচ্ছে বিস্তৃত
চুপচাপ দেখে যাচ্ছি সব মুখ বুজে
বাড়ছে বুকের ভিতর ক্রমশঃ ক্ষত।
সহ্যের সীমানা আজ অতিক্রান্ত প্রায়
স্বেচ্ছাচারী আচরণে নেই যে লাগাম
সকল ধারণা ভুল প্রতিপন্ন হবে
অন্যায়ের বিরুদ্ধে শুরু হবে সংগ্রাম।
বিষবৃক্ষ সমূলে হবে উৎপাটিত
চিরতরে বন্ধ হবে সব আস্ফালন
বিশ্বাসের ভিত্তিভূমি ধ্বংস পুরোপুরি
দেবে না রেহাই এইবার জনগণ।
বিভেদের যে প্রাচীর গড়া অভিপ্রায়
পরিত্যাগ করে দাও সৃষ্টি কর্মে মন
শান্তিকে পাঠাতে কেন চাও নির্বাসনে
এসো সবে মিলে গড়ি প্রীতির বন্ধন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.