ধর, একটা গোটা দিন তোর অপেক্ষায়। ভাবতে ভাবতে পৌঁছেছি উত্তাপে, রোদ্দুরে, সূ্র্যে, আরও গভীরে...
গভীরতার এতটা সক্রিয়তা যে সে অপেক্ষাকে খুন করে।
ধর, একটা মোমবাতি কিনলাম। আলো পোহালাম দুজনে।
তাপ নিতে নিতে ভাগ করতেই ভুলে গেলাম। গলে যাওয়া অবশিষ্ট মোম গুলো কুড়ালাম না।
তাহলে ধরতেই হয়— গভীরতার নিরুত্তাপ, আর অবশিষ্টের সলতে প্রয়োজন।