হোমকবিতা পিন্টু ঘোষ শনিবার, নভেম্বর ৩০, ২০১৯ 2 min read 1 - দেশ - তুমি একটা দেশের স্বপ্ন দেখলে দেখলাম আমিও — আমি গাছ হয়ে সে'দেশের মাটি আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম তুমি পাখি হয়ে উড়ে গেলে আকাশে এরমাঝে আমাদের ঘুমন্ত দেশ জেগে উঠল তোমাকে খাঁচাবন্দি করে দীর্ঘদিন শিখিয়ে চলল : গোপীকেষ্ট গোপীকেষ্ট গোপীকেষ্ট Tags: কবিতা 4.94 / 169 rates Facebook Tweet অনুলিপিLink Copied শেয়ার করুন
খুব সুন্দর অর্থবহ লেখা।