নিঃসৃত - বিষ
রৌদ্রতপ্ত শুখাপ্রান্তর বর্ষা চাইবে , সহজ কথা।
মাটিও তা চায়,
নদী বা পাহাড় সবার চাওয়া বাঁচার ছন্দ
বর্ষা নামুক প্রাণের সাড়ায়।
বর্ষণসুখ আনবে বলে ভরসা ছিল,
তার বদলে এ কোন গরল,জীবন পোড়ায় চেতনা পোড়ে!
পুড়ে ছারখার সহজ-সহন, উগ্র অন্ধ ঈর্ষা ফলায় আগুন ঝরে, অবিশ্বাসের ইন্ধনে তাই রক্ত রেখায়
আলেখ্য হয়। চতুর্দিকে ধ্বসের মেলা, অট্টালিকার
শক্ত ভিতে উন্মত্ততায় আঘাত হেনে ভাঙার খেলা,
দীর্ঘ ক্লেশে যত্নে গড়া লক্ষ্মীমিনার লুটের নেশা।
ভাঙছে পাহাড় মূল্যবোধের, ইতিহাসের চক্র ঘোরে
বিপরীতে। এমন বর্ষা সমগ্রতার ধ্বংস ডেকে
পাগল হলে, চাই না তাকে।
এমন বর্ষা, যাও ফিরে যাও ইতিহাসের অন্ধকূপে!
রৌদ্রতপ্ত শুখাপ্রান্তর বর্ষা চাইবে , সহজ কথা।
মাটিও তা চায়,
নদী বা পাহাড় সবার চাওয়া বাঁচার ছন্দ
বর্ষা নামুক প্রাণের সাড়ায়।
বর্ষণসুখ আনবে বলে ভরসা ছিল,
তার বদলে এ কোন গরল,জীবন পোড়ায় চেতনা পোড়ে!
পুড়ে ছারখার সহজ-সহন, উগ্র অন্ধ ঈর্ষা ফলায় আগুন ঝরে, অবিশ্বাসের ইন্ধনে তাই রক্ত রেখায়
আলেখ্য হয়। চতুর্দিকে ধ্বসের মেলা, অট্টালিকার
শক্ত ভিতে উন্মত্ততায় আঘাত হেনে ভাঙার খেলা,
দীর্ঘ ক্লেশে যত্নে গড়া লক্ষ্মীমিনার লুটের নেশা।
ভাঙছে পাহাড় মূল্যবোধের, ইতিহাসের চক্র ঘোরে
বিপরীতে। এমন বর্ষা সমগ্রতার ধ্বংস ডেকে
পাগল হলে, চাই না তাকে।
এমন বর্ষা, যাও ফিরে যাও ইতিহাসের অন্ধকূপে!
সুচিন্তিত মতামত দিন