না বলা সংলাপ সমুদয়
এই ভাবে ছুঁয়ে থাকি তোমার সময় সুলুক
শেকড় বেয়ে চুপিচুপি নেমে আসি ক্ষুধার ভাস্কর্যে
জোছনার উঠোনে শব্দ খুঁজে বেড়াই, স্বপ্নশালুক
এই ভাবে ছুঁয়ে থাকি পরাগ শিহরণ
তোমার ডানার প্রতিলিপি
পরকীয়া ঠোঁটে অঝরে বৃষ্টি নামে
সমুদয় সংলাপে পুড়ে ছারখার গেরস্থালি
কত যে কথা বলা হল না, কত যে কথা তোমাকে বলেছি বৃক্ষজঠরে
এই ভাবে ছুঁয়ে থাকি তোমার সময় সুলুক
শেকড় বেয়ে চুপিচুপি নেমে আসি ক্ষুধার ভাস্কর্যে
জোছনার উঠোনে শব্দ খুঁজে বেড়াই, স্বপ্নশালুক
এই ভাবে ছুঁয়ে থাকি পরাগ শিহরণ
তোমার ডানার প্রতিলিপি
পরকীয়া ঠোঁটে অঝরে বৃষ্টি নামে
সমুদয় সংলাপে পুড়ে ছারখার গেরস্থালি
কত যে কথা বলা হল না, কত যে কথা তোমাকে বলেছি বৃক্ষজঠরে
ভালো লাগলো
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন