জীবন সায়াহ্নে এসে দেখি-
মৃত্যু শুয়ে আছে অনন্তকাল,
ধূসর বিবর্ন কুয়াশার নীচে।
পাখির পালকের মত রোদ এসে
ঝরে পড়ে ; কচি কামরাঙার ডালে,
শেষবার ফিরে যাওয়ার আগে
যেন তার মায়াটুকু পড়ে আছে।
যেন বিস্তীর্ণ আকাশের নিচে শুয়ে আছি আমি,
আমার সারা শরীর জুড়ে কেবল মেঘেদের মঞ্জরী-
আমারে চিরতরে গ্রাস করে নেয় অন্ধকারের হিম-শীতল শূন্যতা।
সুচিন্তিত মতামত দিন