ট্যাটুফুল :
ক্লিভেজ লাইনে চোখ মেলেছে মায়াবী ট্যাটু
নধর শরীরে সুখলতাটি খুঁজে নিয়েছে গভীর নাভীমুখ,
আর তার শিরায় শিরায় পাপড়ি মেলেছে অসংখ্য ট্যাটুফুল।
ভলিবল :
সাইড থেকে আলতো লিফটিং করে
স্ম্যাসের আগেই নেটে জড়িয়ে গেল,
চোখের সামনে ভলিবল তখন বিড়াল থেকে রুমাল
ঝাপসা স্কোরবোর্ডে স্পষ্ট হচ্ছে
জাপানি তেলের বিজ্ঞাপন।
টাচ মি নট...:
জামাকাপড় ছোট হতে হতে একদিন যদি
সব পোষাকই অন্তর্বাস হয়ে যায়
সেদিন লজ্জাবতী লতাটিই একহাত ঘোমটা টেনে বলবে
'ওহে আমিষাশী শরীরবিলাসী, টাচ মি নট... টাচ মি নট...'
জাত সাপ :
বীণের তালে যদি মাথা না দোলে
তা হলে সে সাপ ঢ্যামনা হলেও হতে পারে...
জাত সাপের জন্য ইশারাই কাফি,
এখন কথা হল, দু'মুখো সাপ কেমন রিয়্যাক্ট করে সেটাই দেখার।
সাইকেল :
প্যাডেলে চাপ পড়লেই ক্যাঁচোর কোঁচোর ভুলে
বুড়ো সাইকেলটা এনফিল্ড বুলেট,
মিনি জেনারেটরের ক্যাপ ঘুরতেই
তার হ্যাণ্ডেলে আর ক্যারিয়রে
ম...ম... করে ল্যাক্টোজেন আর সেরেল্যাকের দুধেল ঘ্রাণ।
ম্যাঁও :
গোপন সুড়ঙ্গের জ্বালামুখে ভিড় জমিয়েছে
কালো হুলোর দল,
ম্যাঁও ডাক মায়াবী জেনেও
থার্মোমিটার মুখ ডুবালো ফুটন্ত লাভায়,
পারদের আর দোষ কী বলো,
এখন কাঁচ ভাঙলেও বলার কিচ্ছু নেই।
ক্লিভেজ লাইনে চোখ মেলেছে মায়াবী ট্যাটু
নধর শরীরে সুখলতাটি খুঁজে নিয়েছে গভীর নাভীমুখ,
আর তার শিরায় শিরায় পাপড়ি মেলেছে অসংখ্য ট্যাটুফুল।
ভলিবল :
সাইড থেকে আলতো লিফটিং করে
স্ম্যাসের আগেই নেটে জড়িয়ে গেল,
চোখের সামনে ভলিবল তখন বিড়াল থেকে রুমাল
ঝাপসা স্কোরবোর্ডে স্পষ্ট হচ্ছে
জাপানি তেলের বিজ্ঞাপন।
টাচ মি নট...:
জামাকাপড় ছোট হতে হতে একদিন যদি
সব পোষাকই অন্তর্বাস হয়ে যায়
সেদিন লজ্জাবতী লতাটিই একহাত ঘোমটা টেনে বলবে
'ওহে আমিষাশী শরীরবিলাসী, টাচ মি নট... টাচ মি নট...'
জাত সাপ :
বীণের তালে যদি মাথা না দোলে
তা হলে সে সাপ ঢ্যামনা হলেও হতে পারে...
জাত সাপের জন্য ইশারাই কাফি,
এখন কথা হল, দু'মুখো সাপ কেমন রিয়্যাক্ট করে সেটাই দেখার।
সাইকেল :
প্যাডেলে চাপ পড়লেই ক্যাঁচোর কোঁচোর ভুলে
বুড়ো সাইকেলটা এনফিল্ড বুলেট,
মিনি জেনারেটরের ক্যাপ ঘুরতেই
তার হ্যাণ্ডেলে আর ক্যারিয়রে
ম...ম... করে ল্যাক্টোজেন আর সেরেল্যাকের দুধেল ঘ্রাণ।
ম্যাঁও :
গোপন সুড়ঙ্গের জ্বালামুখে ভিড় জমিয়েছে
কালো হুলোর দল,
ম্যাঁও ডাক মায়াবী জেনেও
থার্মোমিটার মুখ ডুবালো ফুটন্ত লাভায়,
পারদের আর দোষ কী বলো,
এখন কাঁচ ভাঙলেও বলার কিচ্ছু নেই।
সুচিন্তিত মতামত দিন