বেঁচে থাক তোরা
ব্যস্ত কাটে দিন
সারাদিনে কত গ্যালন কাব্যস্রাব নির্গত হল মাপতে
ব্যস্ত কাটে দিন
কটা থাম্বস আপ লাভ সাইন সভায় আমন্ত্রণ পুরস্কার জুটলো গুনে
ব্যস্ত কাটে দিন
ব্যস্ত কাটে দিন
শালার পেটে দুধভাত পোলাও মাংসের যোগান দিতে
অতি সক্রিয় কাটে দিন
কাঠি করতে বাঁশ দিতে পিএনপিসি রাজাউজির
ব্যস্ত কাটে
চাকরি সংসার বাল বাচ্চার খাওয়া পরা হাগা মোতা স্কুল টিউশন
বাকিটা
জি বাংলা জোকার শো বকবক পন্ডিত সবজান্তা খেলা বিশেষজ্ঞ
বাকিটা
ফেসবুক বিপ্লব
নোবেল দেবে কমিটি হ্যাঁ নোবেল দেবে
উদাসীন আত্মসর্বস্ব ল্যাদখোর লাথখোর পা চাটা যাপনের জন্য
তোরা ভালো থাক সোনা
আমাদের দোষে আত্মহত্যা করিস না
শুধু তোরা বেঁচে থাকলে
শুধু তোরা লড়াই করলে
শুধু তোরা চোখে চোখ রেখে
মাথা উঁচু করে টিকে থাকলে
আমরা
আরো কেঁচো
আরো সাপ
আরো বেজি
আরো শেয়াল
আরো নেকড়ে
আরো হায়েনা
আরো হারামী
হয়েও
পার পেয়ে যাবো
ব্যস্ত কাটে দিন
সারাদিনে কত গ্যালন কাব্যস্রাব নির্গত হল মাপতে
ব্যস্ত কাটে দিন
কটা থাম্বস আপ লাভ সাইন সভায় আমন্ত্রণ পুরস্কার জুটলো গুনে
ব্যস্ত কাটে দিন
ব্যস্ত কাটে দিন
শালার পেটে দুধভাত পোলাও মাংসের যোগান দিতে
অতি সক্রিয় কাটে দিন
কাঠি করতে বাঁশ দিতে পিএনপিসি রাজাউজির
ব্যস্ত কাটে
চাকরি সংসার বাল বাচ্চার খাওয়া পরা হাগা মোতা স্কুল টিউশন
বাকিটা
জি বাংলা জোকার শো বকবক পন্ডিত সবজান্তা খেলা বিশেষজ্ঞ
বাকিটা
ফেসবুক বিপ্লব
নোবেল দেবে কমিটি হ্যাঁ নোবেল দেবে
উদাসীন আত্মসর্বস্ব ল্যাদখোর লাথখোর পা চাটা যাপনের জন্য
তোরা ভালো থাক সোনা
আমাদের দোষে আত্মহত্যা করিস না
শুধু তোরা বেঁচে থাকলে
শুধু তোরা লড়াই করলে
শুধু তোরা চোখে চোখ রেখে
মাথা উঁচু করে টিকে থাকলে
আমরা
আরো কেঁচো
আরো সাপ
আরো বেজি
আরো শেয়াল
আরো নেকড়ে
আরো হায়েনা
আরো হারামী
হয়েও
পার পেয়ে যাবো
সুচিন্তিত মতামত দিন