স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ
!দাবী!

ধর্ম-কর্ম, মান-অপমান..
জনগণে রাখছে বিধান।
বাহুবলীর মারণ ঘায়ে
মরছে কত তাজা প্রাণ।

রঙের নেশায় ছিল দেশ
যুক্ত হল বুলির রেশ..!
অযোধ্যাপতি  রাম এখন
দাপিয়ে  বেড়ায় বঙ্গদেশ।

চলছে দারুণ বিকিকিনি
এদিকওদিক জয়ের ধ্বনি.
কখনো বলে জয় বাংলা,
কখনো আবার রঘুমণি।

আলোয় আলোয় চোখ ধেঁদেছে
গৈরিক এলো ছদ্মবেশে।
নীতির দোলায় দুলছে মানুষ
জাদুর নেশায় দল বেঁধেছে।

কিন্তু সত্যি কি হবে জাদু!
ভণ্ডরা হবে কি সাধু!
ক্ষমতালোভী তোষামোদি
হোক না শুধু জনপ্রতিনিধি  ।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.