বটুকভৈরব
অস্তরাগের লাল আলো মেখেছি শরীরে
প্রাণবায়ুর স্পন্দনে জাগিয়েছি ভালো
এসো হে ভদ্র, এসো রুদ্রবেগে
ঝংকৃত তামসিক গতি বাড়াতে থাকুক বিভাবের ঐক্যতান
ভাঙা ভাঙা জীবনযাত্রার ওপর নেমে আসুক অভিঘাত
আঘাতের চিহ্ন থাক তিলকের মতো
তবু জেগে থাকো হে রুদ্রময় তোমার রুদ্রতায়,
চিরজাগ্রত বহু বটুকভৈরব।
সুচিন্তিত মতামত দিন