একটু সংলাপ, রাস্তার বাঁকে
বুলান্দ আল্-হায়দারি, ইরাক
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম
এখনো ঘুমোওনি তুমি, হে বিষণ্ণ প্রহরী!
তাহলে কখনঘুমোবে?
হাজার বছর ধ’রে
তুমি জেগে আছো আমাদেরপ্রদীপের আলোয়
তুমিক্রুশবিদ্ধ লক্ষ-কোটি বছর ধ’রে,
মেলে-ধরা দু’হাতের পাতায়;
তুমি কি আর কোনোদিন ঘুমোবে না?
অন্তত বিশবারের মতো, আমি ঘুমোতে চাই।
ঘুমের ভারে বুজে আসে আমার দু’চোখ,
তবুও ঘুমোতে পারি না।
পঞ্চাশবারের মতো, চোখ জুড়ে ঘুম এসেছিল;
কিন্তু ঘুমোতে পারিনি।
কারণ এই বিষণ্ণ প্রহরীর কাছে
ঘুম হল ছুরির ফলার মতো;
তাই আমার খুব ভয় লাগেঘুমিয়ে পড়তে,
ভয় লাগে স্বপ্নে জেগে উঠতে।
ওদের পোড়াতে দাও রোম;
পারলে ওরা পোড়াক বার্লিন;
চীনের প্রাচীরও চুরি ক’রে নিক ওরা;
তোমাকে ঘুমোতে হবে এবার।
এখন সময় এক মুহূর্তবিশ্রামের—
সেই বিষণ্ন প্রহরীর; তাই সে ঘুমোয় এখন।
ঘুমোই আমিও। আর বার্লিন পোড়ে প্রতি-মুহূর্তে;
প্রতিটা প্রহরে চুরি হ’তে থাকে চীনের প্রাচীর;
পলকের মধ্যে জন্ম হয় এক ড্রাগনের।
ঘুমোতে ভয় পাই আমি;
কারণ এই বিষণ্ণ প্রহরীর কাছে
ঘুম হল ছুরির ফলার মতো।
حوارفيالمنعطف
بلندالحيدري
•ألمتنم … ياحارسالحزين
متىتنام
ياأيهاالساهرفيمصباحنامنألفعام
ياأيهاالمصلوببينفتحتيكفيهمنسنين
ألاتنام
_ للمرةالعشرين … أريدانأنام
أسقطفيالنومولاأنام
للمرةالخمسين
سقطتفيالنومولمأنام
فالنومعندالحارسالحزين
يظلمثلحافةالسكين
أخافانأنام
أخافأنأفيقفيالأحلام
_ ليحرقواروماليحرقوابرلين
ليسرقواالسورمنالصين
عليكانتنام …
آنلهذاالحارسالحزين
أنيتكيللحظة … ينام
_ أنام … ولمتزلتحرقكللحظةبرلين
يسرقكلساعةمنسورالصين
يولدبينلمحةولمحةتنّين
أخافانأنام
فالنومعندالحارسالحزين
يظلمثلحافةالسكين
বুলান্দ আল্-হায়দারি, ইরাক
অনুবাদ- আব্দুল মাতিন ওয়াসিম
এখনো ঘুমোওনি তুমি, হে বিষণ্ণ প্রহরী!
তাহলে কখনঘুমোবে?
হাজার বছর ধ’রে
তুমি জেগে আছো আমাদেরপ্রদীপের আলোয়
তুমিক্রুশবিদ্ধ লক্ষ-কোটি বছর ধ’রে,
মেলে-ধরা দু’হাতের পাতায়;
তুমি কি আর কোনোদিন ঘুমোবে না?
অন্তত বিশবারের মতো, আমি ঘুমোতে চাই।
ঘুমের ভারে বুজে আসে আমার দু’চোখ,
তবুও ঘুমোতে পারি না।
পঞ্চাশবারের মতো, চোখ জুড়ে ঘুম এসেছিল;
কিন্তু ঘুমোতে পারিনি।
কারণ এই বিষণ্ণ প্রহরীর কাছে
ঘুম হল ছুরির ফলার মতো;
তাই আমার খুব ভয় লাগেঘুমিয়ে পড়তে,
ভয় লাগে স্বপ্নে জেগে উঠতে।
ওদের পোড়াতে দাও রোম;
পারলে ওরা পোড়াক বার্লিন;
চীনের প্রাচীরও চুরি ক’রে নিক ওরা;
তোমাকে ঘুমোতে হবে এবার।
এখন সময় এক মুহূর্তবিশ্রামের—
সেই বিষণ্ন প্রহরীর; তাই সে ঘুমোয় এখন।
ঘুমোই আমিও। আর বার্লিন পোড়ে প্রতি-মুহূর্তে;
প্রতিটা প্রহরে চুরি হ’তে থাকে চীনের প্রাচীর;
পলকের মধ্যে জন্ম হয় এক ড্রাগনের।
ঘুমোতে ভয় পাই আমি;
কারণ এই বিষণ্ণ প্রহরীর কাছে
ঘুম হল ছুরির ফলার মতো।
حوارفيالمنعطف
بلندالحيدري
•ألمتنم … ياحارسالحزين
متىتنام
ياأيهاالساهرفيمصباحنامنألفعام
ياأيهاالمصلوببينفتحتيكفيهمنسنين
ألاتنام
_ للمرةالعشرين … أريدانأنام
أسقطفيالنومولاأنام
للمرةالخمسين
سقطتفيالنومولمأنام
فالنومعندالحارسالحزين
يظلمثلحافةالسكين
أخافانأنام
أخافأنأفيقفيالأحلام
_ ليحرقواروماليحرقوابرلين
ليسرقواالسورمنالصين
عليكانتنام …
آنلهذاالحارسالحزين
أنيتكيللحظة … ينام
_ أنام … ولمتزلتحرقكللحظةبرلين
يسرقكلساعةمنسورالصين
يولدبينلمحةولمحةتنّين
أخافانأنام
فالنومعندالحارسالحزين
يظلمثلحافةالسكين
সুচিন্তিত মতামত দিন