যদি জানতাম
যদি জানতাম –
অন্তরের অসীম ক্ষমতা ,
যদি দেখতাম –
মনের আলো জ্বালিয়ে ,
যদি শুনতাম –
অন্তরাত্মার কথা ,
যদি বুঝতাম –
যা কিছু স্মৃতি ,
তা আর ফিরবে না কোনদিন ,
এভাবেই,
যদি থাকতো নিজের জন্য –
আর একটু সময় ,
আর একটু ধৈর্য ,
দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে ,
তবে ফুটতো অন্তরের প্রতিভা ,
জেগে উঠতো বিবেক ,
শান্তি আসতো মনে ,
বিলিয়ে দিতাম জ্ঞানের আলো ,
হতাম প্রকৃত মানুষ ।
যদি জানতাম –
অন্তরের অসীম ক্ষমতা ,
যদি দেখতাম –
মনের আলো জ্বালিয়ে ,
যদি শুনতাম –
অন্তরাত্মার কথা ,
যদি বুঝতাম –
যা কিছু স্মৃতি ,
তা আর ফিরবে না কোনদিন ,
এভাবেই,
যদি থাকতো নিজের জন্য –
আর একটু সময় ,
আর একটু ধৈর্য ,
দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে ,
তবে ফুটতো অন্তরের প্রতিভা ,
জেগে উঠতো বিবেক ,
শান্তি আসতো মনে ,
বিলিয়ে দিতাম জ্ঞানের আলো ,
হতাম প্রকৃত মানুষ ।
Sukanya Samanta ।Address -S-322, Bidhannagar Housing Colony , Durgspur -6, District - Burdwan , PIN - 713206
সুচিন্তিত মতামত দিন