স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
-কলহ 

ঘর তালাবন্ধ দেখে ফিরে গেছে স্পিডপোস্টে আসা
চিঠি-; পিওনের সাথে মশকরা করে কলিংবেল
উপভোগ-তৃপ্ত, ঠাণ্ডা ঘরে অনুরণন ক্লান্তিতে
নেতিয়ে পড়েছে ধ্বনি। ফিরে যায় স্পিডপোস্টে আসা
দ্রুতগামী উন্মুখ চিঠিটি, ঠিকানা-বৈরাগ্য নিয়ে
বার বার ফিরে গিয়ে তার বড় বেশী ঘুম পায়...

পাড়ায় বাড়ি বাড়ি পিওন স্পিডপোস্টে আসা চিঠি
বিলি করে প্রায়শই, সমাধান-সীলমোহর মারা-

চিঠিপাগল হয়ে আমার সন্তানেরা খোঁজ নিলে
পোস্টমাস্টার নির্বিকার বলে, " ও ঠিকানা অবলুপ্ত..."


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.