চোখে চোখ রেখে আমুল কেঁপেছি, হৃদয়ে অচেনা ঘ্রাণ
ভালোবাসা বুঝি মায়া তরোয়াল , স্পর্শে খসেছে প্রাণ।
মুখোশ খুলে সহজ হবে এইতো ছিল চাওয়া-
উজাড় করা ভালোবাসায় জন্মান্তরে যাওয়া ।
স্পর্শে বাজেনা মেঘমল্লার, চোখে নেই আর আলো
বসন্ত দিন শীতল পাথর, হৃদয় ছলোছলো।
নীলমণিলতা একা একা হাসে হ্লুদ বিকেল বেলা,
নীলাভ পাপ্ড়ি মাটিতে লুটোয় অবসান মধুমেলা।
প্রেম তবু জাগে একা অনন্ত আয়ুর রেখাটি ধরে-
আমরণ সেই হৃদয় যাত্রা চিতাভস্মে কি পোড়ে?
কৃষ্ণা রায়
৯/১১, নেতাজি নগর, কলকাতা ৭০০০৯২