আম্রপালি ও বুদ্ধের মতো
সকাল হতেই একমুঠো রোদ এসে
বলে গেল, তাকে ঘরে এনো না
আমি ওদের না বলে দিলাম
ওরা তার কাছে আবেদন জানাল
সে একটা জাফরানি শাল গায়ে টেনে
বুঝিয়ে দিল – এটা শীতকাল
তার কোনও অহংকার ছিল না
সে এক ভিক্ষুক মাত্র
পিন্টু ঘোষ। কুঞ্জপুর, বামনিয়া, বাঁকুড়া -722201
সুচিন্তিত মতামত দিন