মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
জারব

জায়মান সাঁতার ভেঙে উঠে আসে স্রোত।জারব আশায় শুধু শোকের দিনাঙ্ক লেখা।আলো নেই টুপটাপ বৃষ্টি নেই....শুধুই কোলাহল।সম্বলের প্রসাদী ফুল শুকনো সংবাদের মতো মুখ লুকোয় টুকরো মেঘের রুমালে!

জলের শান্ত চোখের নীচে হতাশ কালশিটে ছায়া আঁকে যে ছায়ায় আশ্রয় লেখা নেই ,যে ছায়ায় পাখিরা মায়া ছড়ায় না, অন্নের আকাল ভেঙে বিপন্নতা ধুলো মাখে....

সেই ধুলোর আলোটুকু থেকেও মুছে যায় আশার ভান, জ্যোৎস্নাসখ্যের অনুনয়....

ওরা রাস্তা জুড়ে নিরীহ কোলাহলে ছড়িয়ে দ্যায় চোরা শাসনের ঘ্রাণ,নীল বিষে ডুবে যায় প্রত্যন্তের ডানা। ছত্রাকার বিপ্লবের ভাটফুলে শাসিতের অঙ্গুলিহেলন।

অথচ পরাক্রম ভুলে যায় সেও একদিন স্রোত ভেঙে উঠে আসা কোন কোলাহলমুখ যে মুখ অংকের হিসেব লেখে প্রতিদিন রোদের আগুনে....যে মুখ দিনের অহংকার আঁকে বিপন্ন কলমে।

আজ সমস্ত মঙ্গলঘট শোকপ্রস্তাবে ডুবে যাওয়ার আগে তোমরা কিছু ক্ষুধার্ত ফুল ছিঁড়ে বিপ্লবের পতাকা ভাসাও বেরঙ আকাশে ....যে আকাশের ক্যানভাসে রঙ ভরে দ্যায় স্বৈরী আঙুল... সেই আকাশের রঙ নিয়ে নিয়ে আমরা কোনো বক্তব্য আঁকবো না ...



MANDIRA GHOSH / 4,LOKENATH CHATTERJEE LANE / SHIBPUR,HOWRAH-711102 WEST BENGAL / e mail id:mandira444@ gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.