আলো শুধু স্বতন্ত্রতার পরিধি রচনা করে না। উৎসবিন্দুতে দেখেছি এক অদ্ভুত তেজ। কত কত বাক্যবন্ধ রচিত হয়েছে এই আলোর উৎসপথকে ঘিরে। চারপাশের পরিস্থিতিই যেন আমার মন আমাকে দিয়ে পড়িয়ে নিয়েছে আলো মানেই সংঘাত। এই সংঘাত পিলসুজের গায়ে ও চারদিকের অন্ধকারের ঘন বুননের সঙ্গে।
আগের পর্ব পড়ুন -
হরিৎ বন্দ্যোপাধ্যায় ।ময়নাডাঙা ( আশ্রয় অ্যাপার্টমেন্ট )।পোঃ --- চুঁচুড়া. আর. এস.।জেলা --- হুগলী
পিন --- ৭১২১০২