নির্মাল্য ঘোষ

নির্মাল্য ঘোষ
প্রয়াস 

কর্পোরেট দুনিয়ার থেকে বহুদূরে তোমার
জন্য ঘাসের কার্পেট বিছিয়েছি আমি শ্রম
ও মূলধন সব একাকার করে।

রঙ্গীন মলাট দিয়ে মুড়ে দিতে চাই আমার
সব দোষ ত্রুটিকে যা মজুরী দাসত্ব থেকে
পেয়েছি গভীর অরণ্যের গন্ধ মাখা
লুণ্ঠনের মত।

মাঝ মাঠের শূন্যতা তোমার সঙ্গে ভাগ
করে নিতে চাই অকাতরে, সময়ের
বিস্ফোরণের হাত থেকে বাঁচার জন্য কিম্বা
বাঁকা চোরা ছবিটা সোজা করার প্রয়াসে।


NIRMALYA GHOSH / C/O, LATE NIRAPADA GHOSH /KADAMTALA(PAHARIPARA ) PO+DT -JALPAIGURI / PIN-735101 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.