চিন্ময় ঘোষ

 চিন্ময় ঘোষ
।।পথিক।।

পথিক সে পথ হাঁটে বাউলের মতো.....
বাউল সে নয়, নিরাসক্ত মন তার
ছিঁড়ে ফেলে যেতে চায় সব মায়াজাল।
                             
পিছুটান হয়তো বা কিছু টান দেয়
পথের ধূলোয় ওড়ে স্নেহ মোহ মায়া,
হয়তো বা ডাক দেয়
                            কোনো এক সুর-
যে সুরে ধুন তোলে অনাগত কাল।

বাউলের রঙে নয়,
আশ্বিনের মরমী মায়ার আলো জ্বলে
তার সাজে। কেউ কি চিনেছে সেই সাজ,
হয়তো কণ্ঠে তার গান ভেসে ওঠে,
                     কেউ কি বুঝেছে তার ভাষা!

পথ শুধু চিনে নেয়,
                       পথিক সে অনাসক্ত পায়ে
অন্তহীন পথ হাঁটে, ছিঁড়ে ফেলে  সব মায়াজাল........

পথে পথেই তার চলা আদি- অন্তকাল।             

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.