ঝুঁকি দেয় উঁকি
উত্থান-পতনে মানুষ আর শেয়ার-দর
মুদ্রার এপিঠ-ওপিঠ|
ঝুঁকি-ই যেন নিজ-সখী দুজনার যোগাযোগে,
উচ্ছ্বাসে সুসময়ে গালভরা হাসি পড়ে ঠিকরে
ঊর্দ্ধাকাশে শ্রীচরণ দুটি রেখে!
উত্থিত আবহাওয়ায় ধরাকে সরা জ্ঞানে
নাক-উঁচুদের লাগে ভালো গর্বের দাস হতে|
ঝুঁকিগুলো শেয়ার-রাজ্যে অনিশ্চিতে কিলবিল,
যেমন জীবন-পথে ওদের বাড়ন তিল তিল!
দুঃখ-কষ্ট-শোকের আবহে ঘটমান দিনে
আতঙ্কিত তাদের চোখে জ্বলজ্বল এক ঘাঁটি-
সেখানে ঝুঁকির বস্তিতে মানুষের অনেক গিঁট!
উত্থান-পতনে জীবন আর শেয়ার-দর
তাই মুদ্রার এপিঠ-ওপিঠ|
অকথন
না-বলা কথারা যেন আগ্নেয়গিরির
ফুটন্ত লাভাস্রোত !
কথনের ইচ্ছেটাকে লাগাম পরিয়ে উচ্চ শিরে
মননের গভীর নিয়ন্ত্রণ!
আঁটন-বাঁধন তুচ্ছ জ্ঞানে সরিয়ে দিতে
ভেতর-ভেতর প্রস্তুতিরও ভরনপোষণ |
কখনো ভয়, কখনো বা লজ্জার ভ্রূকুটিতে
অস্বস্তির অসহ তাড়ন!
গোপনীয়তায় ঠাসা জালে কোণঠাসা বুঝি মানুষজন |
না-বলা কথারা ঘোমটার তলায় খেমটা
নাচনে ওস্তাদের শিরোমণি |
শব্দগুলোর পায়চারী এখন অনুভবে অনুরণিত!
বর্হিপ্রকাশর তুমুল সংলাপে সন্দেহের ওজনে
অন্তরাত্মাও ভারী জবুথবু !
তবু স্বচ্ছ আসমান স্বচ্ছতায় কখনো-সখনো
আড়ালে রাখে মানুষকে !
উত্থান-পতনে মানুষ আর শেয়ার-দর
মুদ্রার এপিঠ-ওপিঠ|
ঝুঁকি-ই যেন নিজ-সখী দুজনার যোগাযোগে,
উচ্ছ্বাসে সুসময়ে গালভরা হাসি পড়ে ঠিকরে
ঊর্দ্ধাকাশে শ্রীচরণ দুটি রেখে!
উত্থিত আবহাওয়ায় ধরাকে সরা জ্ঞানে
নাক-উঁচুদের লাগে ভালো গর্বের দাস হতে|
ঝুঁকিগুলো শেয়ার-রাজ্যে অনিশ্চিতে কিলবিল,
যেমন জীবন-পথে ওদের বাড়ন তিল তিল!
দুঃখ-কষ্ট-শোকের আবহে ঘটমান দিনে
আতঙ্কিত তাদের চোখে জ্বলজ্বল এক ঘাঁটি-
সেখানে ঝুঁকির বস্তিতে মানুষের অনেক গিঁট!
উত্থান-পতনে জীবন আর শেয়ার-দর
তাই মুদ্রার এপিঠ-ওপিঠ|
অকথন
না-বলা কথারা যেন আগ্নেয়গিরির
ফুটন্ত লাভাস্রোত !
কথনের ইচ্ছেটাকে লাগাম পরিয়ে উচ্চ শিরে
মননের গভীর নিয়ন্ত্রণ!
আঁটন-বাঁধন তুচ্ছ জ্ঞানে সরিয়ে দিতে
ভেতর-ভেতর প্রস্তুতিরও ভরনপোষণ |
কখনো ভয়, কখনো বা লজ্জার ভ্রূকুটিতে
অস্বস্তির অসহ তাড়ন!
গোপনীয়তায় ঠাসা জালে কোণঠাসা বুঝি মানুষজন |
না-বলা কথারা ঘোমটার তলায় খেমটা
নাচনে ওস্তাদের শিরোমণি |
শব্দগুলোর পায়চারী এখন অনুভবে অনুরণিত!
বর্হিপ্রকাশর তুমুল সংলাপে সন্দেহের ওজনে
অন্তরাত্মাও ভারী জবুথবু !
তবু স্বচ্ছ আসমান স্বচ্ছতায় কখনো-সখনো
আড়ালে রাখে মানুষকে !
সুচিন্তিত মতামত দিন