বিশ্বজিৎ দেব

বিশ্বজিৎ দেব
!যাত্রী!

প্রবল নিদ্রাবিমুখ একটি ট্রেন
ঝমঝম ভাষারীতি, পেটানো লোহার অনুবাদ,বৈদ্যুতিন আলোর পরিধি ফেলে
তোমার শহরের দিকে যায়

গুমোট যাত্রী বোঝাই একটি দুপুর
উল্টো দিক থেকে বিকেলের কাছে আসে
অদম্য জ্বালানির টানে তার জন্য
অপেক্ষায় থাকে মাথানীচু রোদের গোধূলি

এসবের থেকে দুরে
টিকিটের দুপিঠে ছাপানো একটি
গ্রাম্য পুকুর যার কাছে পাখি খুঁজতে
আসে নভেম্বরের শীত..


স্তব্ধতা

শবের আচ্ছাদন পরে শুয়ে আছে
তাঁর নিরবতা যেরকম নিজের নদীর
পাশে শুয়ে আছে চর, ছুঁয়ে আসা
জলের স্মৃতির মতো স্তব্ধতা

আমাকে আকাশ শেখানো একটি পাখি
এ থেকেই দিয়ে গেলো শীষ
এসো ঝাঁপ দাও সুমিষ্ট ফলের ভেতর
সেও আছে জেনে নিভৃত পোকার বিষ...


ঝরা পাতাদের থেকে

চৈত্র সেলের খাতায় এবছরও
তোমার নাম রয়ে গেল, স্বস্তিচিহ্ন আঁকা-
আগামীতে আবার ঝরাতে আসবে পাতা

এরকম বিদায় বলেনা কেউ যেরকম
তুমি বলেছিলে, শিব ঠাকুরের মেজেন্টের
গা থেকে হাড় জিরজিরে আলো
মাথার ওপর চক্কর খেতে খেতে
পুনর্বার নেমে আসছে গাছের গোড়ায়

হিসেবের মগডালে টিকে আছে যে নিরব পাতাটি
তার দিকে হা করে তাকিয়ে রয়েছে  বছরের শেষ বিকেলের রোদ

বিদায়ের ভান করে এসে গান করে
সেও চলে যাচ্ছে কোন ঝড়ের আশায় ...


বিশ্বজিৎ দেব ।বরিষ্ঠ তথ্য আধিকারিক ।জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ।বিলোনীয়া ।জেলা- দক্ষিণ ত্রিপুরা ।ত্রিপুরা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.