স্বপ্ননীল রুদ্র

চা-চক্রের অতিথি 

কচি ভুট্টাশিষের মতন নমনীয় রোদ এসে
ভারী পর্দার ওপারে আরও লাজুক হয়ে উঠেছে -
চায়ের সরঞ্জামের প্রভাতী ঠোকাঠুকির তান
স্নিগ্ধ অভিযোগ নিয়ে শিয়রে এসে বসে রয়েছে।
নিমীলিত আমি শুনি, আর ভাবি অভিযোগপর্ব
অনন্তকাল চলুক, থাকুক না এই ফলবতী
আমলকী-ভারে নুয়ে পড়া ডালের মতো সকাল...

চলে যাওয়া সাপের মতন চায়ের পেয়ালা থেকে
উঠে যাচ্ছে বাষ্প, আমি চা-চক্রে রোদকে নেব বলে
পর্দা মৃদু সরাতেই দেখি জানালায় চুল মেলে
ঝুঁকে দুই গাল ঘষছে রোদ গ্রিলের লোহার ফুলে...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.