সময়ের রঙ
সময়ের হাতধরে এঁকে যায় ঘড়ি,
ছায়ার কোটরে হারিয়ে যায় অকৃপন ছায়ারা
মায়াবী শরীরগুলো সবুজাভ রোদ হয়ে যায় সবখানে ।
এক একটি গল্প কিংবা কবিতার নাকফূল বিষন্নতা
ভেঙে ফেলে ছুটতে থাকে ছুটতে থাকে।
তোমার মধ্যিখানে থেমে থেমে কোন পালাকার
জেগে উঠে ঝমঝম নিবিড় রাতের ভারে
কে জানে......।
অনির্দেশ্য পথের মোড়ক খুলে কারা যেনো
নগ্নপায়ে থপ থপ - থপ থপ শব্দের ঢেউয়ে ঢেউয়ে
ডাক দিয়ে যায়,
ফুলে ও ফসলে, আঙিনার ঘাসে, ফাল্গুনী শিশিরের
ছোঁয়ায় দুর্বাঘাসের যৌবন জুড়ে ইচ্ছের রঙগুলো
ঘুড়ি হয়, সুতো হয়, মেঘ হয়
কেটে যায়, ভিজে যায়, ছিঁড়ে যায়........।।
সময়ের হাতধরে এঁকে যায় ঘড়ি,
ছায়ার কোটরে হারিয়ে যায় অকৃপন ছায়ারা
মায়াবী শরীরগুলো সবুজাভ রোদ হয়ে যায় সবখানে ।
এক একটি গল্প কিংবা কবিতার নাকফূল বিষন্নতা
ভেঙে ফেলে ছুটতে থাকে ছুটতে থাকে।
তোমার মধ্যিখানে থেমে থেমে কোন পালাকার
জেগে উঠে ঝমঝম নিবিড় রাতের ভারে
কে জানে......।
অনির্দেশ্য পথের মোড়ক খুলে কারা যেনো
নগ্নপায়ে থপ থপ - থপ থপ শব্দের ঢেউয়ে ঢেউয়ে
ডাক দিয়ে যায়,
ফুলে ও ফসলে, আঙিনার ঘাসে, ফাল্গুনী শিশিরের
ছোঁয়ায় দুর্বাঘাসের যৌবন জুড়ে ইচ্ছের রঙগুলো
ঘুড়ি হয়, সুতো হয়, মেঘ হয়
কেটে যায়, ভিজে যায়, ছিঁড়ে যায়........।।
সুচিন্তিত মতামত দিন