সলিলোকি
কতটা ভালবাসলে তোমাকেই আকাঙ্ক্ষা করি সতত বোঝানো যাবে
ভাবতে ভাবতে গাঢ় মন খারাপে ডুবে যাই কেননা
আমাদের যত মুহূর্ত সঞ্চিত প্রেম ও ক্রোধে সেখানে
অপ্রেম বলে কিছু খুঁজে পাই নি অদ্যাবধি বন্ধন ঘিরে ফেলে আমায়
পেড়ে ফেলে কাটা কলাগাছের মত আমি উঠি হাঁচোড়পাঁচড় দরজায়
করাঘাত ওগো শুনছ তোমাকেই পাওয়া হয় নি অতৃপ্তি জানাতে জানাতে
দেখি নি আমার তৃষ্ণায় কাঠ হয়ে গেছে তোমার জিভ
তবে তো আত্মকেন্দ্রে ঘুরছি ঘূর্ণি যেন
তবে তো ভালই বাসি নি আসলেই
চাইলে দেওয়া নেই বুঝতেই পারি নি
শোনো আর খারাপ হব না কথা দিচ্ছি
শুধু তুমি আর ঘুমিও না
কতটা ভালবাসলে তোমাকেই আকাঙ্ক্ষা করি সতত বোঝানো যাবে
ভাবতে ভাবতে গাঢ় মন খারাপে ডুবে যাই কেননা
আমাদের যত মুহূর্ত সঞ্চিত প্রেম ও ক্রোধে সেখানে
অপ্রেম বলে কিছু খুঁজে পাই নি অদ্যাবধি বন্ধন ঘিরে ফেলে আমায়
পেড়ে ফেলে কাটা কলাগাছের মত আমি উঠি হাঁচোড়পাঁচড় দরজায়
করাঘাত ওগো শুনছ তোমাকেই পাওয়া হয় নি অতৃপ্তি জানাতে জানাতে
দেখি নি আমার তৃষ্ণায় কাঠ হয়ে গেছে তোমার জিভ
তবে তো আত্মকেন্দ্রে ঘুরছি ঘূর্ণি যেন
তবে তো ভালই বাসি নি আসলেই
চাইলে দেওয়া নেই বুঝতেই পারি নি
শোনো আর খারাপ হব না কথা দিচ্ছি
শুধু তুমি আর ঘুমিও না
সুচিন্তিত মতামত দিন