!সময়!
ক)
দীর্ঘদিন শোষণের পর
ডানা মেলে মধুকর
তাকে কাছে ডাকে প্রফুল্ল কুমারী
ঝুমে যাওয়া ফুলের পাশে আমি
রাখি আমার কৃপণ হাত...
মাথা তোলে ফুল ; অট্টহাসি হাসে
সময় ও ঈশ্বর
খ)
মাঝপথে সময়ের হাত ধরি
তাকে আলিঙ্গন করি
সে আলতো ছুঁয়ে দেয় আমার চিবুক
উন্নত চঞ্চু দিয়ে তুলে আনে কিছুটা সুখ
শিহরিত হই
রোমাঞ্চিত হয় শরীর
নিমেষে ফিরে পাই হারানো শৈশব ...
গ)
শৈশবের কথা ভেবে ভেবে
সময়কে আঁকড়ে ধরি
সে-ও সুযোগ বুঝে দংশন করে দেহ
নুহ্য হয় শরীর
নুহ্য শরীর দেখে সময়ের ডাকনাম জোটে
ঠাকুমা বলে অদৃষ্ট
মা বলে পোড়াকপাল
বাবা বলে ভাগ্য
আমি তাকে রোজ লুব্ধক নামে ডাকি ...
ক)
দীর্ঘদিন শোষণের পর
ডানা মেলে মধুকর
তাকে কাছে ডাকে প্রফুল্ল কুমারী
ঝুমে যাওয়া ফুলের পাশে আমি
রাখি আমার কৃপণ হাত...
মাথা তোলে ফুল ; অট্টহাসি হাসে
সময় ও ঈশ্বর
খ)
মাঝপথে সময়ের হাত ধরি
তাকে আলিঙ্গন করি
সে আলতো ছুঁয়ে দেয় আমার চিবুক
উন্নত চঞ্চু দিয়ে তুলে আনে কিছুটা সুখ
শিহরিত হই
রোমাঞ্চিত হয় শরীর
নিমেষে ফিরে পাই হারানো শৈশব ...
গ)
শৈশবের কথা ভেবে ভেবে
সময়কে আঁকড়ে ধরি
সে-ও সুযোগ বুঝে দংশন করে দেহ
নুহ্য হয় শরীর
নুহ্য শরীর দেখে সময়ের ডাকনাম জোটে
ঠাকুমা বলে অদৃষ্ট
মা বলে পোড়াকপাল
বাবা বলে ভাগ্য
আমি তাকে রোজ লুব্ধক নামে ডাকি ...
সুচিন্তিত মতামত দিন