জয়ীতা চ্যাটার্জী

জয়ীতা চ্যাটার্জী
এক খন্ড

যতদূর এগিয়ে যাওয়া, পথ আরও অন্ধকার
দু'পাশে টিমটিম করে জ্বলছে আলো।
সীমান্তের কাছাকাছি পৌঁছেছি বুঝি? না দেশের
নয়, জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েছে কালো।

লাশের পেছনে নির্বিচারে এনে রাখছে লাশ, তারপর
রক্ত ধুয়ে নিচ্ছে হাত থেকে মুখ থেকে কান্নার জলে।
গোলার্ধের টুকরো টুকরো ভাগ আলাদা করা,
সীমান্ত আগলে দাঁড়িয়ে আছে কাঁটা, নিজের স্বাভাবিক বলে।

জলের নীচে অস্থির যুদ্ধবাজদের সাবমেরিন,
সীমান্তের বর্ডার লাইন ক্রস করলেই, জলের ভেতর অঝোর বৃষ্টি পড়ে।
এখানে কেউ কাউকে বিশ্বাস করে না,
শুধু ভাঙা-গড়ার খেলায় সাম্রাজ্যবাদী শেকড়, আর মানুষগুলো মরে।

খ্যাত-অখ্যাত লোকের আদর্শের পাহাড় জমে ওঠে যুদ্ধ দামামা শুনে,
আবার বালির পাহাড়ের মতো ভেঙেও পড়ে সময়ে-অসময়ে,দিনক্ষণ গুনে।
এমনই এক সন্ত্রাসবাদ আজ, যেখানে কবিতা লেখে না কলমের নিব।
চুমু খাওয়া ঠোঁটও অবিশ্বাসে সরিয়ে নেয়, আদুরে আগলে রাখা জিভ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.