তাপসী লাহা

তাপসী  লাহা
-। হৃতা ।-

আকাশ জুড়ে হন্তকের অভয়বার্তা,
মিশে আছে ক্লান্তির খিলাফকথা,অগ্রাহ্য
বেদনারা উপেক্ষার জন্য আঁচল বিছিয়ে নিভন্ত
বাগান থেকে ফলসম্ভবা  উপাচার  ;
অধীর অনাগ্রহকথা  তুলে নিলো সাজিতে।
পরতে পরতে ছুঁইয়ে নেবে শাপ,প্রবঞ্চনার অথঃ কুলিকগাথা।
জ্যোৎস্নানিমিত্ত ঠুমরি হ্রদয়ের চোরা চাহনি সেঁকে,
 খঞ্জর উন্মুক্ত  চরাচর থেকে খুবলে নেয় আশা  ভরসার বিরামসাঁকো।
তবে কি এ শঠতায় উপজীব্য ছিল কচপ্রেমে!
প্রেয়সী  মাঘের আঁচল বিছানো  ছিলো ভালোবাসার  তরে,
উদগ্র বিষণ্ণতা  কপোতময় সে আলেখ্যগীতি
চিরে ভগ্নাংশে ভগ্নাংশে পুরোনো  হাহাকারের
বৃষ্টিভেজা  নীরবতা সঞ্জাত  অমায়িক অশ্রুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.