শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৯
রাঢ় বাংলা সাহিত্য উৎসব ১৭ই ফেব্রুয়ারি ২০১৯, দুর্গাপুর।
sobdermichil | ফেব্রুয়ারী ০১, ২০১৯ |
সাহিত্য সংস্কৃতি বার্তা
| মিছিলে স্বাগত


কেননা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা মাথায় বসে আছেন, বিশেষত যাঁরা রাজনীতির পৃষ্ঠপোষকতায় ক্ষমতাভােগী এবং লােভী, তাঁদের মুখের ভাষা এবং তার প্রয়ােগ আজ ঠিক কতটা শিক্ষণীয় এবং গ্রহণীয় সেটা শুধু ভাবার নয়, রীতিমতো শঙ্কার এবং সঙ্কটের।
সবই কি তবে মহৎ ভাবনা, অনুপ্রেরণার জোয়ার? নাকি রাজনৈতিক কারবারিরা 'সুভাষিত' শ্রবণাতীত বয়ানে নিজেদের অক্ষমতার মদমত্ত প্রকাশ করছেন? সাধারণ ছাপােষা মানুষ বিস্ফারিত চিত্তে এই ভাষাসন্ত্রাস,এই ভাষাধর্ষণ দেখতে শুনতে ক্লান্ত। এর থেকে উত্তরণের উপায় এখনও অবধি কোনাে ভাষা দিবস দেখাতে পারেনি। এবারের ভাষা দিবসের কাছেও কি সেই উপায় আছে? নাকি এই খেলা হবে, চলবে ... মেধাহীন গাধাদের দৌলতে?
সময়ের আবহে I মানুষের সঙ্গে I সর্বাধিক প্রচারিত অবাণিজ্যিক অনলাইন সাহিত্য সংস্কৃতি পত্রিকা
Proudly Hosting by google