সোমনাথ গুহ

সোমনাথ গুহ
-বদল  

আমাদের আনন্দের দিনগুলো দুঃখের
হাসির দিনগুলো কান্নার
প্রতিবাদের দিনগুলো আপোষের
শব্দের দিনগুলো নিরবতা

আমাদের ভালোবাসার দিনগুলো ঘৃণার
সুখের দিনগুলো বিষাদের
প্রেমের দিনগুলো খুনের
খুশির দিনগুলো হাহাকার

আমাদের ফিরে পাওয়া দিনগুলো হারিয়ে যাওয়ার
বেঁচে থাকার দিনগুলো মৃত্যুর
শৈশবের দিনগুলো বুড়িয়ে যাওয়ার
তোমাদের দিনগুলো আমাদের

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন