দিগন্তে উড়ে যায়
বাংলাভাষা
হাইওয়ে ছেড়ে গাড়ি ঢুকে গেছে শিমূলডাঙায়
ধানি জমি কেটে মাটি তুলে বানানো উঁচু রাস্তায়
তাবু খাটিয়েছে ভাট-ঝোপ, কীটপতঙ্গ-ভোজ ফুলে
চোঙা মাইকে হঠাৎ 'বীরপুরুষ' আসছে দুলে দুলে
বিস্ময় সরিয়ে নেমে পড়ি, খোলা মাঠে মঞ্চ বাঁধা
চলছে আবৃত্তি প্রতিযোগিতা, এর পর গলা সাধা
যেমন খুশি সাজো, স্বরচিত ছড়া লেখা দিয়ে মিল
ক্ষুদে ক্ষুদে কচিকাঁচা, মাইকে অনাড়ষ্ট, সাবলীল
বিচারকের আসনে বসা তিনজন রুগ্ন যুবক
টিউশানি, ম্যাগাজিন,--- 'এটা আমাদের প্রিয় শখ'
'আমার বাংলা অনার্স, ওদের দুজনের ইংরাজি
শিমূলডাঙা ভরে সাজাব বাংলাভাষার সাজি...'
পাশের মাঠ কিশোরী বোরো ধানের কচি চারায়
তাকে ছুঁয়ে বাংলাভাষা দিগন্তে উড়ে যায় হাওয়ায়...
বাংলাভাষা
হাইওয়ে ছেড়ে গাড়ি ঢুকে গেছে শিমূলডাঙায়
ধানি জমি কেটে মাটি তুলে বানানো উঁচু রাস্তায়
তাবু খাটিয়েছে ভাট-ঝোপ, কীটপতঙ্গ-ভোজ ফুলে
চোঙা মাইকে হঠাৎ 'বীরপুরুষ' আসছে দুলে দুলে
বিস্ময় সরিয়ে নেমে পড়ি, খোলা মাঠে মঞ্চ বাঁধা
চলছে আবৃত্তি প্রতিযোগিতা, এর পর গলা সাধা
যেমন খুশি সাজো, স্বরচিত ছড়া লেখা দিয়ে মিল
ক্ষুদে ক্ষুদে কচিকাঁচা, মাইকে অনাড়ষ্ট, সাবলীল
বিচারকের আসনে বসা তিনজন রুগ্ন যুবক
টিউশানি, ম্যাগাজিন,--- 'এটা আমাদের প্রিয় শখ'
'আমার বাংলা অনার্স, ওদের দুজনের ইংরাজি
শিমূলডাঙা ভরে সাজাব বাংলাভাষার সাজি...'
পাশের মাঠ কিশোরী বোরো ধানের কচি চারায়
তাকে ছুঁয়ে বাংলাভাষা দিগন্তে উড়ে যায় হাওয়ায়...
সুচিন্তিত মতামত দিন