স্বপন পাল

স্বপন পাল
একটি সেতু অরক্ষণা 

সেতু যখন দৃষ্টি ছুঁলো, মন টাঙিয়ে দিলাম তখন তার ঠিকানায়৷
আমার জন্য তুমি যদি বুক পেতেছো, যাবোই যাবো ওপার হতে ৷
ওপার গিয়ে পাবো কাকে জানিনা তা, পার হওয়াটা ভেক বাহানা ।
তোমার বুকের ওপর হাঁটা, হাঁটতে হাঁটতে সঙ্গ পাওয়া নিবিড় তোমার,
তুমিও তো তাই চেয়েছো, নদীর বাতাস কানের কাছে বলে গেল ।
নদীর জলে তোমার চোখের গোপন ভাষা ঝিকিয়ে ওঠে ।
নির্নিমেষ যে আকাশ উদার দেখছে এমন সেতু হাঁটার সংস্রবে, 
ঘোর হয়ে সে জাগায় তারা মাথার ওপর,
বারণ করবে বুঝি এবার ঘরে ফেরার আদেশ দিয়ে ।
ভিতরে কি কেঁদে ওঠে কেউ তখনই, সেতু ছেড়ে যেতে হবে, 
এই সেতুকে পাবো আবার এইরকমই , 
আবার একটা সকাল হলে সেতুখানাই বদলে যাবে, বদলে যাবে আদ্য-অন্ত
সব পারাপার । সেতু তোমার অঙ্গ জুড়ে ভার সহনের সীমা কত ?

Previous Post Next Post