! ঠাঁই !
শস্য শ্যাপমলা বাংলা মায়ের
বুকে পেয়েছি ঠাঁই,
আর কি চাওয়ার আছে বল
আর কি চাস ভাই?
সবুজে সবুজে দিগন্ত ঢাকা
শিশিরে ভেজায় পা
ছোট্ট নদীর সজল ধারায়
স্নান সারে মোর গাঁ।
ঠোঁটের গায়ে আদর হয়ে
ঝরে যে বাংলা ভাষা
ভাষার মায়াতে মন প্রাণ ডোবে
হৃদয়ে ভরে যে আশা।
এমন মিষ্টি এমন মধুর
নেই তো ভাষা অন্য
বাংলা মোদের মাতৃভাষা
তাই হয়েছি ধন্য।
সুচিন্তিত মতামত দিন