পূর্ণেন্দু মিশ্র

পূর্ণেন্দু মিশ্র
হে অন্ধকার 

হে অন্ধকার ঝাপসা চোখের তূণ,
নিষাদ হয়ে আলোর শিকারী ।
শিকার করি নক্ষত্রখচিত
নিলামে জ্বলা প্রখর জোনাকি ।।

এখন মুখচোরা, স্তব্ধতার আঁচ,
যদিও রঙীন নুড়ির বাহ্য প্রদর্শন ।
রঙীন নুড়ি এখন মিডিলক্লাস,
জলের নিচে ওই ছলাৎ শব্দ শোন ।।

ছলাৎ সেই শব্দ জেনো বৃক্ষ-বাল্মীকি
মায়াবনে তার সোনার হরিণী নিখোঁজ ।
যমুনার জলে ভাসে সমগ্র কাঁটাতার
ব্রজবুলি বাঁশি তাই পেয়েছে সাহস ।।

হে অন্ধকার,আশ্চর্য এই ছায়ার আলোয় -
জানি ঝাপসা দেখাও পাপ ।
কি দেখতে কি দেখেছে,অন্ধ চোখ,
যুদ্ধবিমান নাকি বিকেলের টবে সাজানো লাল গোলাপ ।।

Previous Post Next Post