বিধিবদ্ধ সতর্কীকরণ
ঘুমের ভিতর ঘুমোয় খিদের বিবিধ রসায়ন
যা লেভেল ক্রসিংয়ের সিগন্যালকে
দ্রবীভূত করে যখন তখন
একটি গন্তব্যের কমা যতি
সেমিকোলন আর দাঁড়ি জুড়ে
সীমান্তের কাঁটাতার আঁকতে গিয়ে
মিশরীয় মমি এঁকে ফেলা
কোনো বাধ্যবাধকতা নয়
প্রতিটি আপোষ চুক্তির আগে
মেজানাইন ফ্লোরের প্যাটার্ন
হেবিওয়েট পরকীয়ার
পাসওয়ার্ড হতে পারে
তোমার শোবার ঘরে
ফিনিক্স পাখির গন্ধ রয়ে গেলে
তোমার বিবিধ আকাশে
অমাবস্যার অগ্নুৎপাত একটি
মেনে নেওয়া বিধিবদ্ধ সতর্কীকরণ
ভাষা ঠোঁটকে অশালীন হতে বাধা দিলে
বিরুদ্ধ শব্দটিকে কাছে টানে অসংযম
ভাষাশহীদদের স্মরণে রক্তাক্ত একুশের গায়ে
একটি উৎসবদিনের টিকা পড়িয়ে দিলে
পাঁচতারা ডিনার টেবিলে অভ্যর্থনাকে
চুম্বন করবে তোমার হাতের স্মার্টওয়াচ
ঘুমের ভিতর ঘুমোয় খিদের বিবিধ রসায়ন
যা লেভেল ক্রসিংয়ের সিগন্যালকে
দ্রবীভূত করে যখন তখন
একটি গন্তব্যের কমা যতি
সেমিকোলন আর দাঁড়ি জুড়ে
সীমান্তের কাঁটাতার আঁকতে গিয়ে
মিশরীয় মমি এঁকে ফেলা
কোনো বাধ্যবাধকতা নয়
প্রতিটি আপোষ চুক্তির আগে
মেজানাইন ফ্লোরের প্যাটার্ন
হেবিওয়েট পরকীয়ার
পাসওয়ার্ড হতে পারে
তোমার শোবার ঘরে
ফিনিক্স পাখির গন্ধ রয়ে গেলে
তোমার বিবিধ আকাশে
অমাবস্যার অগ্নুৎপাত একটি
মেনে নেওয়া বিধিবদ্ধ সতর্কীকরণ
ভাষা ঠোঁটকে অশালীন হতে বাধা দিলে
বিরুদ্ধ শব্দটিকে কাছে টানে অসংযম
ভাষাশহীদদের স্মরণে রক্তাক্ত একুশের গায়ে
একটি উৎসবদিনের টিকা পড়িয়ে দিলে
পাঁচতারা ডিনার টেবিলে অভ্যর্থনাকে
চুম্বন করবে তোমার হাতের স্মার্টওয়াচ
সুচিন্তিত মতামত দিন