বাংলা ভাষা
আমার প্রিয় বাংলা ভাষা, প্রাণের মাতৃভূমি
জগত সভায় শ্রেষ্ঠ আসনে, বাংলা ভাষা তুমি "
হাজার শহীদের রক্তেস্নাত, মুক্তি সূর্য নতুনভোরে
হারিয়ে যাওয়া ভাষাতোমায় ,বেঁধেছি বাহু ডোরে"
আজ বাঙালি ষোল আনায়, হৃদয়েবেঁধেছেবাসা
বিশ্ব মাজারে তোমায় খুঁজি,গরবের বাংলা ভাষা"
আজিএ প্রাণের প্রভাত পরশে, অমর একুশে দিচ্ছে ডাক
জগত সভায় বাংলারই হোক জয়, সাম্রাজ্যবাদনিপাত যাক "
নয়নে,স্বপনে,হৃদয়ে স্মরণীয়, উজ্জ্বলইতিহাসের পাতা
কেমনে ভুলিব রক্তে রঞ্জিত, অমর একুশের "কথা
আমার প্রিয় বাংলা ভাষা, প্রাণের মাতৃভূমি
জগত সভায় শ্রেষ্ঠ আসনে, বাংলা ভাষা তুমি "
হাজার শহীদের রক্তেস্নাত, মুক্তি সূর্য নতুনভোরে
হারিয়ে যাওয়া ভাষাতোমায় ,বেঁধেছি বাহু ডোরে"
আজ বাঙালি ষোল আনায়, হৃদয়েবেঁধেছেবাসা
বিশ্ব মাজারে তোমায় খুঁজি,গরবের বাংলা ভাষা"
আজিএ প্রাণের প্রভাত পরশে, অমর একুশে দিচ্ছে ডাক
জগত সভায় বাংলারই হোক জয়, সাম্রাজ্যবাদনিপাত যাক "
নয়নে,স্বপনে,হৃদয়ে স্মরণীয়, উজ্জ্বলইতিহাসের পাতা
কেমনে ভুলিব রক্তে রঞ্জিত, অমর একুশের "কথা
সুচিন্তিত মতামত দিন