অমৃতের সন্তান
আজন্ম নিদান ছিল
তাই তার ছুটে যাওয়া
অনাগত উত্তরণের পথে
গড়ে নিতে সভ্যতার উত্তুঙ্গ সৌধ-
মাতৃ-জঠর ফুঁড়ে নির্বিকার নির্বিচারে
আহরণ করেছে সে রত্নরাজি ধন।
তবু তার থামা নেই,
থেমে নেই চলাচল চরাচর বিস্তৃত
আকাঙ্ক্ষার জাল। মায়ের আদল ভাঙ্গে,
ভেঙ্গে করে ছিন্নভিন্ন
দ্বিধাহীন উন্মত্ত উন্মাদের মন।
কত যুগ পারাপার পাগল সে খুঁজে ফেরে
অন্তহীন যুগান্তের দিশা-
হৃৎপিণ্ড থেমে গেলে অবয়ব পড়ে থাকে
স্থানু জড়বৎ ; চলার ছন্দগতি যদি থামে
অসীম আকাশে থাকে ঘোর অমানিশা।
কার কণ্ঠে ধ্বনি ওঠে ?
কে রুখিবে উন্মত্ত উন্মাদের গতি!
অমৃতের সন্তান জেগে ওঠো,
জ্বেলে রাখো সভ্যতার নিষ্কলঙ্ক জ্যোতি।
আজন্ম নিদান ছিল
তাই তার ছুটে যাওয়া
অনাগত উত্তরণের পথে
গড়ে নিতে সভ্যতার উত্তুঙ্গ সৌধ-
মাতৃ-জঠর ফুঁড়ে নির্বিকার নির্বিচারে
আহরণ করেছে সে রত্নরাজি ধন।
তবু তার থামা নেই,
থেমে নেই চলাচল চরাচর বিস্তৃত
আকাঙ্ক্ষার জাল। মায়ের আদল ভাঙ্গে,
ভেঙ্গে করে ছিন্নভিন্ন
দ্বিধাহীন উন্মত্ত উন্মাদের মন।
কত যুগ পারাপার পাগল সে খুঁজে ফেরে
অন্তহীন যুগান্তের দিশা-
হৃৎপিণ্ড থেমে গেলে অবয়ব পড়ে থাকে
স্থানু জড়বৎ ; চলার ছন্দগতি যদি থামে
অসীম আকাশে থাকে ঘোর অমানিশা।
কার কণ্ঠে ধ্বনি ওঠে ?
কে রুখিবে উন্মত্ত উন্মাদের গতি!
অমৃতের সন্তান জেগে ওঠো,
জ্বেলে রাখো সভ্যতার নিষ্কলঙ্ক জ্যোতি।
সুচিন্তিত মতামত দিন