শুভাশিস দাশ

শুভাশিস দাশ
একুশে ফেব্রুয়ারি 

একুশ আমার অহংকারের
আহ্লাদী এক ফুল
অথৈ নদী পেরিয়ে পাওয়া
সাঁতরে ওঠা কূল !

একুশ আমার মা কে ডাকার
প্রথম কথা বলা
একুশ আমার প্রানের প্রিয়
বাংলা বর্ণমালা !

একুশ আমার রক্ত ঝরা
শহীদ ভায়ের ঋণ
বিশ্ব মাঝে ভাষার নিশান
তাই আজ  উড্ডীন !

একুশ আমার সারা জীবন
পদ্য লেখার ছন্দ
একুশ এলে ছড়িয়ে পড়ে
মাতৃ  ভাষার গন্ধ !

মায়ের দুধের মতই ভাষা
নেই জাত ,সব্বারই
গর্ব মোদের শ্রদ্ধা মোদের
একুশ -ফেব্রুয়ারি !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.