সোমনাথ গুহ


জন্মের খোঁজে 

এখনও রাস্তাটা হল না
স্বাধীনতা কবে কার?

বাড়িটা ভাঙল তো ভাঙল
দেওয়াল নড়ল না
স্বাধীনতা কবে কার?

রোদ্দুর জমিয়ে
গাদা গাদা ভিখারি দাঁড়াল
অসুখ কমল না
স্বাধীনতা কবে কার?

তামাটে বাসনে ফুলের গন্ধ
উৎসব ছড়াল
মিথ্যে গলে জমল কাদা
কাঁটা তার হাসল
স্বাধীনতা কবে কার?

Previous Post Next Post