আবদুস সালাম

আবদুস সালাম
বোবা দর্শক

সব বিকিয়ে যাচ্ছে মুড়ি মুড়কির মতো
রাস্তার পাশে পশরা আছে সাজানো
আমাদের চিন্তা ,আমাদের অবকাশ ,আমাদের আকাঙ্ক্ষা
বিক্রি হচ্ছে দেদার!

ট্রেনে ,বাসে  , রাস্তায় ফেরিওয়ালা হাঁকে
যন্ত্রণারা উথলে ওঠে
থরথর করে কাঁপে দিব্যরমানুষেরআত্মা  -
হয়তোবা ,আমরাও বিক্রি হয়ে যাব
ডানা মেলছে কলরব আর দীর্ঘশ্বাস

আত্মসমর্পণের লৌকিক বাতাস বহে অসমাপ্ত দিনে
বেদনারা ঝরে পড়ে পাড়ামহল্লায়
উদাসীন মানুষ বোঝেনা তার পরিণতি

অশ্রু ফুল ঝরে নিস্তব্ধ উঠোনে
নবমন্ত্রে গেয় উঠি শক্তিধরের গান

দিনশেষে সূর্য ঢলে যায় পশ্চিমে
সম্ভ্রমের মাথা খেয়ে বসি হাঁড়িয়ার আসরে
ছাগলগরুর মতো বিক্রি হয়ে চলেছে আমাদের বিবেক

বিবেকের মৃত্যু ঘন্টা বাজে
নিত্য সঙ্গী হয় নির্ঘুম রাত
চোখের সামনে ভেসে যায় অজস্র আশ্রয় !


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.