x

প্রকাশিত | ৯২ তম মিছিল

মূল্যায়ন অর্থাৎ ইংরেজিতে গালভরে আমরা যাকে বলি ইভ্যালুয়েশন।

মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।

স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -

চলুন মিছিলে 🔴

শনিবার, জানুয়ারী ২৬, ২০১৯

লক্ষ্মণ ভাণ্ডারী

sobdermichil | জানুয়ারী ২৬, ২০১৯ | | | মিছিলে স্বাগত

ভুবন জুড়ে 
আলোর খেলা 

ভুবন জুড়ে আলোর খেলা
সোনালী রং ছড়ায়,
প্রভাত রবি উঠলো হেসে
পূব আকাশের গায়।

ফুল বাগানে ফুলের কলি
উঠলো সবই ফুটে,
ফুলের গন্ধে মাতাল হয়ে
অলিদল আসে ছুটে।

পথের ধারে গাছের ডালে
পাখি সব গায় গান,
দুপাশে হেরি সোনালী ছবি
মাঠে মাঠে সোনা ধান।

সোনালী রোদ সোনা ছড়ায়
সোনা ধানের খেতে,
সোনা গাঁয়ের সোনা চাষীর
উঠলো হৃদয় মেতে।

অঘ্রানেতে নবান্নের উত্সব
চাষীদের ঘরে ঘরে,
আখের গুড়ে আতপ চাল
পায়েস দুধের সরে।

পাটালি গুড়ের গন্ধ ভাসে
সারা গ্রামখানি মাঝে,
মন মাতানো মধুর সুরে
রাখালের বাঁশি বাজে।

অজয় নদী ঘাটের কাছে
যাত্রীদল আসে মেলা,
পশ্চিম রবি পড়েছে ঢলে
পড়ে আসে যবে বেলা।Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

�� পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ শব্দের মিছিলের সর্বশেষ আপডেট পেতে, ফেসবুক পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.