বটু কৃষ্ণ হালদার

মেরুদণ্ডহীন বিবেক 

জাগ্রত বিবেক, বাস্তব বোধের রং মশাল
গোধূলির নিশানায় তীর ছোড়ে,
শিক্ষা জাতির মেরুদণ্ড নয় আজ,
বিবেক হীনের পাঠ শালায় গড়ে ওঠা কাল্পনিক চিত্র,
শিক্ষার অঙ্গনে ও হয় চুম্বন, ন্যাপকিন আন্দোলন
শিক্ষিতরা এই সময় চরম হতাশায় হাঁতড়ে বেড়ায়  ভাঙা কোলকের লাগাম,
পাগলের পাগলামি তে হাস্যকর দৃশ্যপট ফুটে ওঠে নিয়মহীন পরিবেশের বেগতিক বাঁধন
তবুও লজ্জায় মুখ লুকিয়ে নেয় নি বঙ্গ দরবার
পালাবদলের নামে চলেছে নাটক, উপহাস,মসকোরা
যবনিকা শেষ কথা কয়নি নিভৃতের দরজায়,
শুধু শেষ বাতি নিভে যাওয়ার আগে স্টেজে বিবেক গান শুনিয়ে জানিয়ে দেয়,
যে বঙ্গে অবলা জীব নির্দ্বিধায় নিধন হয়, নারীরা তো কোনছার
অকছার মোমবাতি মিছিল হবে হয় তো রাম লীলা ময়দানে নয় তো মনুমেন্ট এর পাদদেশে
এভাবে পাল্টানো যায় না অর্ধনগ্ন বিংশ শতাব্দীর ভগ্ন দশা চিত্র
চাই কঠোর অণুশাসন, দুর্নীতি মুক্ত বিচার ব্যবস্থা
শুধু বইয়ের পাতা দিয়ে মাপা যায় না জ্ঞানের পরিপূর্ণতা
আজ কাল সে সব পয়সা দিয়ে মেলে
মানবতা বোধের শিক্ষায় আলোকিত হোক শিক্ষা র  অঙ্গনওয়াড়ি

পরিশেষে বলা ভালো.........
পুরুষ লুটে নেয় নারীর সম্ভ্রম,
যে নারীরা হত্যা করে অবলা জীবেদের,
সেই অবলা জীবরা বাঁচায় নারীর ইজ্জত


একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

নবীনতর পূর্বতন