হোমকবিতাঅভিজিৎ পাল অভিজিৎ পাল 0 sobdermichil ডিসেম্বর ৩১, ২০১৮ প্রাপ্তি সাপেক্ষে এবং তিনি নিজেই এসে দাঁড়ালেন আজানুলম্বিত ভালোবাসার রঙ গায়ে মেখে অপেক্ষার সমস্ত বিভাব মিটিয়ে লালচে ভোরের মতো তিনি এলেন দ্বারে বিচিত্র চেতনায় বিশ্ব ভেসে যাচ্ছে আমাদের সম্পর্কের মোহগাথা লিখছেন তিনি অসীম দক্ষতায় অসীম হে... Tags কবিতা নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন